Header Border

ঢাকা, শনিবার, ২৪শে অক্টোবর, ২০২০ ইং | ৮ই কার্তিক, ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৫°সে

চলতি অর্থবছরে বাংলাদেশে ১.৬ শতাংশ প্রবৃদ্ধি হবে: বিশ্ব ব্যাংক

মহামারি করোনাভাইরাসের কারণে ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ১ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে। এর পরের অর্থবছরে (২০২১-২২) তা বেড়ে ৩ দশমিক ৪ শতাংশে উন্নীত হতে পারে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্ব ব্যাংক এক প্রতিবেদনে এমন দাবি করেছে। এর আগে বিশ্ব ব্যাংক জানিয়েছিল, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হতে পারে মাত্র ১ শতাংশ।

অন্যদিকে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) গত ১৫ সেপ্টেম্বর এক প্রতিবেদনে জানায়, চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৮ শতাংশ। এ দিকে সংসদে বাজেটে ২০২০-২১ অর্থবছরের জিডিপির প্রবৃদ্ধি ৮ দশমকি ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বিশ্ব ব্যাংকের আজকের প্রতিবেদনের তথ্যানুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে থাকতে পারে মালদ্বীপ। চলতি অর্থবছরে তাদের জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ৯ দশমিক ৫ শতাংশ। যা তার পরের বছর আরও বেড়ে হতে পারে ১২ দশমিক ৫ শতাংশ।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে ভারত। চলতি অর্থবছরে তাদের প্রবৃদ্ধি হতে পারে ঋণাত্মক ৯ দশমিক ৬ শতাংশ। তার পরের অর্থবছরে তা বেড়ে হতে পারে ৫ দশমিক ৪ শতাংশ।

চলতি অর্থবছরে আফগানিস্তারে প্রবৃদ্ধি হতে পারে ২ দশমিক ৫ শতাংশ, তার পরের অর্থবছরে ৩ দশমিক ৩ শতাংশ। চলতি অর্থবছরে ভুটানের প্রবৃদ্ধি হতে পারে ১ দশমিক ৮ শতাংশ, তার পরের অর্থবছরে ২ শতাংশ। চলতি অর্থবছরে শ্রীলঙ্কার প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৩ শতাংশ, তার পরের অর্থবছরে ২ শতাংশ।

চলতি অর্থবছরে নেপালের প্রবৃদ্ধি হতে পারে দশমিক ৬ শতাংশ, তার পরের অর্থবছরে ২ দশমিক ৫ শতাংশ। পাকিস্তানের প্রবৃদ্ধি হতে পারে চলতি অর্থবছরে দশমিক ৫ শতাংশ এবং তার পরের অর্থবছরে ২ শতাংশ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

লেনদেনসহ এক সপ্তাহ বন্ধ থাকবে এমটিবির সব সেবা
পেঁয়াজে ভারতনির্ভরতা কমাতে চায় বাংলাদেশ
স্বর্ণবারের সঙ্গে স্বর্ণালঙ্কার আমদানির অনুমতি
বাংলাদেশের ইতিহাসে রিজার্ভের নতুন রেকর্ড
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর লোকসানি শাখা কমাতে কঠোর নির্দেশ
টাকা লাগলে আরও দেব, গবেষণা করেন: প্রধানমন্ত্রী
আরও খবরDesign & Developed BY Raytahost.com